দেশজুড়েপ্রধান শিরোনাম
শিক্ষকদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকারঃ শিল্পমন্ত্রী
ঢাকা অর্থনীতি ডেস্কঃ টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে সরকার উন্নত দেশগুলোর আদলে বাংলাদেশেও শিক্ষকদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম বিশ্ব শিক্ষক দিবস-২০২০ উপলক্ষে এই সভার আয়োজন করে।
শিল্পমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিকে যৌক্তিক উল্লেখ করে শিক্ষক সমাজের এ দাবি সময় মতো জাতীয় সংসদে তুলে ধরার আশ্বাস দেন।
শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি মো. সাইদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাইকোর্ট ডিভিশনের বিচারপতি এম. ফারুক ও সংসদ সদস্য হাবিবা রহমান খান।
/এন এইচ