দেশজুড়ে
শাহজালালে ৯ লাখ টাকার সিগারেট আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন বিদেশি সিগারেট আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।
বুধবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে সিগারেটগুলো জব্দ করা হয়।
কাস্টমস হাউস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বুধবার বিকেলে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকেন।
কনভেয়ার বেল্টে নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে বিকেল ৫টায় বেল্ট নং-৫ এ পরিত্যাক্ত ও মালিকবিহীন অবস্থায় ৩টি কাগজের কার্টনে ৩০০ কার্টন ইজি গোল্ড ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা।
ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তা মারুফ রহমান খান জানান, আটককৃত সিগারেটের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
/আরএম