দেশজুড়ে

শাহজালালে বিমানবন্দরে পরিচ্ছন্নতাকর্মীর জুতায় মিলল পৌনে ৪ কেজি স্বর্ণ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক পরিচ্ছন্নতাকর্মীর জুতার ভেতর থেকে পৌনে চার কেজি ওজনের স্বর্ণবার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফ্রেুয়ারি) সকালে এক কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ওই ৩২টি স্বর্ণবারসহ আটক করা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচ্ছন্নতাকর্মী জনাথুন মুক্তি বারিকদারকে।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, সকাল ৮টার দিকে দুবাই থেকে আসা একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। কোনও এক যাত্রী এ সময় তার সিটের নিচে ওই স্বর্ণবারগুলো রেখে চলে যান।

তিনি জানান, যাত্রীর রেখে যাওয়া স্বর্ণ জুতার মধ্যে ঢুকিয়ে তা নিয়ে গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন ওই পরিচ্ছন্নতাকর্মী। এ সময় তল্লাশি করে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়। এই পরিচ্ছন্নতাকর্মী স্বর্ণ চোরাচালানকারী।এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান আলমগীর হোসেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close