দেশজুড়ে
শান্তিনিকেতনে ব্যবসায়ী খুনের ঘটনায় আটক ৫
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর তেজগাঁও শান্তিনিকেতনে বৃদ্ধ শাহ্ মো.তোবারক হোসেন খুনের ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
তারা হলেন, গোলাম রাব্বী, বাবুল প্রধান বাবু, সোহেল প্রধান, ইমন হাসান ও আলামিন খন্দকার রিহান।শনিবার দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। তাদের কাছ থেকে ২ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়।
রবিবার(২৯ ডিসেম্বর) দুপুরে ডিএমপি সেন্টারে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আব্দুল বাতেন সংবাদ সম্মেলন বলেন, “সরাসরি হত্যাকাণ্ডে আটজন জড়িত ছিল।” তিনি বলেন, “শাহীন নামে একজন আগে তোবারকের মামা ভবনের কর্মচারী ছিল। আর্থিক অসদুপায় অবলম্বন করার অপরাধে তোবারক তাকে তিন বছর আগে তাড়িয়ে দেয়।”
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে তিনি বলেন, তারা ছয়জন তোবারকের কক্ষে ঢুকে এবং তাকে ও তার সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে থাকা সাইফুলকে হাত-পা দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং ধস্তাধস্তি করায় দুজনকে ছুরি দিয়ে আঘাত করায় চোখে মুখে স্কচটেপ লাগিয়ে দেয়। শাহীন , হৃদয় ও সিহাবকে গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
/এন এইচ