নিজস্ব প্রতিবেদক:
যশোরের শহীদ ছাত্রদল নেতা ফারুক হোসেনের কবর জিয়ারত করেছেন যশোর-৪ সংসদীয় আসনের (অভয়নগর, বাঘারপাড়া, বসুন্দিয়া) ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান ফারাজী। আজ শনিবার ৩১ জানুয়ারি সকাল ৮টায় তিনি অভয়নগর উপজেলার সরখোলা গ্রামে যান। সেখানে তিনি শহীদ ফারুকের গ্রামের বাড়িতে কিছুক্ষন অবস্থান করেন এবং ফারুকের কবরে জিয়ারত ও দোয়া করেন। এসময় তার সঙ্গে অভয়নগর বিএনপির অন্যতম সদস্য ও যশোর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিয়ার রহমান মশি, নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সেলিম রেজা, বিএনপি নেতা ফ.ম আলাউদ্দিন, তরফদার আকতার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা তরফদার নাজির উদ্দিন, বাশির উদ্দিন, মাইন উদ্দিন, সাবেক কমিশনার ফারুখ হোসেন, হাফিজুর রহমান, ৫ নং ওয়ার্ড নেতা ডাবলু বেগ, আবেদ আলী, হারুন মোল্লা সহ সরখোলা গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরখোলা গ্রামে শহীদ ফারুকের কবর জিয়ারতের খবর শুনে গ্রামবাসী দল-মত নির্বিশেষে হাজির হয়। জিয়ারত শেষে সমবেত জনতার উদ্দেশ্যে ফারাজী মতিয়ার রহমান বলেন, শহীদ ফারুক ছিলো অভয়নগর বাসীর নয়নের মণি। তাঁর কোন সাবস্টিটিউট আজও তৈরি হয়নি। তাঁর শুণ্যতা পূরণ হওয়ার মত নয়।
উল্লেখ্য, অভয়নগর উপজেলা ছাত্রদলেন সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্বৈরাচার এরশাদ বিরোধীিআন্দোলনের অন্যতম সৈনিক প্রতিশ্রুতিশীল ছাত্রনেতা ফারুক হোসেন ১৯৯২ সালের ১০ জুন অভয়নগর উপজেলা বিএনপির কার্যালয়ে নির্মমভাবে খুন হন। ওই সময় সেই হত্যাকান্ড দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেসময় ফোন করে ঘটনার খোঁজ নেন। এছাড়াও তৎকালীন মন্ত্রী তরিকুল ইসলাম শহীদ ফারুকের বাড়িতে যান। শহীদ ফারুক ছিলেন অভয়নগরের স্মরণকালের সবচেয়ে জনপ্রিয় ছাত্রনেতা।





কমেন্ট করুন