দেশজুড়েপ্রধান শিরোনাম

শর্ত ছাড়াই ঋণ পাচ্ছে বাংলাদেশ

ঢাকা অর্থনিতি ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ-এর কাছ থেকে ঋণ নেয়ার সিদ্ধান্ত সঠিক। বাংলাদেশ এই ঋণ নিচ্ছে শর্ত ছাড়াই। তবে বিশ্লেষকরা বলছেন, আইএমএফ শুধু নয় অন্যান্য উন্নয়ন সহযোগী থেকেও ঋণ নিতে পারে বাংলাদেশ।

আয়ের চেয়ে বাড়ছে, ডলার খরচ। বিশেষ করে বাড়তি আমদানির চাপে টালমাটাল ডলারের বাজার। এমনকি অস্থিরতা কমছেনা খোলা বাজারেও।

আশা করা হয়েছিল প্রবাসী আয় বাড়া, আমদানির ঋণপত্র খোলার হার কমা আর রপ্তানি বৃদ্ধি এই তিন সুখবর স্বস্থি আনবে অস্থির ডলারের বাজারে । কিন্তু বড় প্রভাব নেই তারও।

এমন বাস্তবতায় তাহলে কী ডলারের সংকট কাটানো কিংবা রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রে আপাতত বড় সমাধান আন্তজার্তিক মুদ্রা তহবিল বা আইএমএফ থেকে ঋণ ?অর্থনীতি বিশ্লেষক সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলছেন, এ মুহুর্তে সমাধান হতে পারে সেটাই।

এরই মধ্যে সরকার ৪৫০ কোটি ডলার ঋণ আইএমএফকে চিঠি দিয়েছে। তাহলে কি শর্ত পুরন করেই সে ঋণ নিচ্ছে বাংলাদেশ?না বিষয়টি সে রকম নয়। বাংলাদেশ ব্যাংক গভর্নর আব্দুর রউফ তালুকদার বিষয়টি স্পষ্ট করেছেন।

আইএমএফ এর পথ ধরে অন্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ নেয়ার পথে সরকার হাটবে কীনা এখনো স্পষ্ট নয় বিষয়টি।

Related Articles

Leave a Reply

Close
Close