দেশজুড়ে
শরীয়তপুরে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু
ঢাকা অর্থনীতি ডেস্ক: শরীয়তপুরের গোসাইরহাটে রোববার রাতে ডেঙ্গুতে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে শরীয়তপুরের চারজনের মৃত্যু হয়েছে। যার মধ্যে দুইজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় এবং অন্য দুই জন শরীয়তপুরেই মারা যায়।
ডেঙ্গুতে নিহত দাদন লস্কর গোসাইরহাটের মাছুয়াখালির জামাল হোসেন লস্করের ছেলে ও গোসাইরহাট শামসুর রহমান কলেজের বিএ শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রানুযায়ী, ২৩ আগস্ট দাদন লস্কর জ্বরে আক্রান্ত হলে তার পরিবার তাকে গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে রক্ত পরীক্ষা করান। পরীক্ষায় ডেঙ্গু সনাক্ত হয়। সঠিকভাবেই চিকিৎসা চলছিলো। রোববার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়ার জন্য পরামর্শ দেন। সদর হাসপাতালে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
শরীয়তপুরের সিভিল সার্জন ডা. মো. খলিলুর রহমান বলেন, স্বল্প জনবল নিয়ে ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছি। প্রত্যেককে সচেতন হতে হবে এবং নিজের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তবে আগের চেয়ে এখন ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসছে।