চাকুরী
শতাধিক কর্মীকে ছাঁটাই করল সিএনএন
ঢাকা অর্থনীতি ডেস্ক: আন্তর্জাতিক নিউজ নেটওয়ার্ক সিএনএন শতাধিক কর্মীকে ছাঁটাই করেছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এসব কর্মীকে ছাঁটাই করা হয়। এখন পর্যন্ত এক বছরের মধ্যে কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে এটিই সবচেয়ে বড় ঘটনা।
ধারণা করা হচ্ছে, অর্থনৈতিক সংকট কারণে শতাধিক কর্মী ছাঁটাই করেছে আন্তর্জাতিক এই গণমাধ্যম। এর আগে, গত মে মাসে টেলিভিশনটির সিইও পদে পরিবর্তন আসে। এরপর, গত মাসে প্রতিষ্ঠানটির কর্মীদের সতর্ক করে নতুন সিইও বলেন, সংকটের মাঝে তাদের কাজ চালিয়ে যেতে হবে।
ছাঁটাই করা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিএনএন এক বার্তা দেন। তবে প্রকৃত অর্থে কতজনকে চাকরিচ্যুত করা হয়েছে সেটি এখনও প্রকাশ করেনি কতৃপক্ষ। প্রতিষ্ঠাটিতে ৪ হাজার ৪০০ জন কর্মী ছিলেন।
সিএনএন’র বিজ্ঞাপন কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি চরম অর্থনৈতিক সংকটে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু সিএনএন নয়, অন্যান্য মিডিয়াও একই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এর মধ্যে রয়েছে- এএমসি নেটওয়ার্ক। এ প্রতিষ্ঠানটিও ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়।