দেশজুড়ে
‘শতবর্ষী বৃদ্ধা’কে ধর্ষণের স্বীকারোক্তি কিশোরের
ঢাকা অর্থনীতি ডেস্কঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ‘শতবর্ষী’ বৃদ্ধাকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে আটক কিশোর।
বৃহস্পতিবার(২৩ মে) টাঙ্গাইলের বিচারিক হাকিম সুমন কুমার কর্মকারের আদালতে ছেলেটি (১৪) ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
আদালত পুলিশের পরিদর্শক আনোয়ারুল ইসলাম একথা জিানিয়েছেন।
এদিকে বৃহস্পতিপার দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ওই বৃদ্ধার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতারের তত্ত্বাবধায়ক নারায়ণ চন্দ্র সাহা বলেন, “বৃদ্ধার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষাকালে অনেকটাই পজিটিভ মনে হয়েছে। হাই ভেজাইনাল সোয়াব এর রিপের্টের পর নিশ্চিতভাবে বলা যাবে।”
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, “আটক কিশোর ধর্ষণের কথা স্বীকার করেছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে এই মামলার তদন্ত শেষ করব।”
সোমবার (২০ মে) দুপুরে উপজেলার বনাঞ্চলের ফুলবাগচালা ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিজ বাড়িতে একই এলাকার ওই কিশোর বৃদ্ধাকে ধর্ষণ করেছে বলে বৃদ্ধার স্বজনদের অভিযোগ।
স্থানীয় বানেছা বেগম(৫৬) বলেন, “বয়সের ভারে ন্যুজ এই বৃদ্ধা চলাফেরা করতে পারেন না ও চোখেও দেখেন না। ওই বখাটে ছেলে বৃদ্ধাকে মুখ বেঁধে ধর্ষণ করেছে বলে শুনেছি। এমন ঘটনা ঘটে থাকলে বিচারের প্রার্থনা করছি।”
বৃদ্ধার স্বজন ও এলাকার লোকজন এই বৃদ্ধার বয়স একশ বছরের বেশি বলে জানিয়েছেন।
/আরএম