প্রধান শিরোনামবিশ্বজুড়ে
লেবাননে বিস্ফোরণঃ নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে
ঢাকা অর্থনীতি ডেস্কঃ লেবাননের রাজধানী বৈরুতের ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। সোমবার বৈরুতের গভর্নর মারওয়ান আবুদ এ তথ্য জানান।
তিনি বলেন, এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছে। এদের অনেকেই বিদেশি কর্মী। এতে প্রায় ২০০ এর বেশি মানুষ মৃত্যুবরণ করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের পর এখন সেনাবাহিনী উদ্ধার অভিযান শেষ হয়েছে বলেও জানান তিনি।
এদিকে গত রোববার বৈরুতে আবারও দ্বিতীয় রাতের মতো সহিংসতার ঘটনা ঘটেছে। সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, করোনাকালীন বৈরুতের ভয়াবহ এমন বিপর্যয় মোকাবেলায় সরকারের ব্যর্থতার পরিচয় দিয়েছে। এছাড়াও বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন লেবাননের তথ্যমন্ত্রী। লেবাননের জনগণের অভিযোগ, সরকারের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
গত শনিবার লেবাননের পররাষ্ট্রমন্ত্রণালয়ে ভাঙচুর চালায় বিক্ষোভকারীর । এমন পরিস্থিতিতে লেবাননে আগাম পার্লামেন্ট নির্বাচনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী হাসান ডিয়াব । বিবিসি।
/এন এইচ