প্রধান শিরোনামবিশ্বজুড়ে

লেবাননে এবার তথ্যমন্ত্রীর পর পরিবেশমন্ত্রী পদত্যাগ করেছেন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দেশটির পরিবেশমন্ত্রী দামিয়ানোস কাত্তার পদত্যাগ করেছেন। একই ঘটনায় এর আগে দেশটির তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদও পদত্যাগ করেন। খবর ওয়াশিংটন পোস্টের।

খবরে বলা হয়েছে, স্থানীয়দের ব্যাপক বিক্ষোভের মুখে ইতোমধ্যে লেবানন সরকারের দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। এছাড়াও এ ঘটনায় অনেক সংসদ সদস্যও পদত্যাগপত্র জমা দিয়েছেন। এতে দেশটির ক্ষমতাসীন সরকার বেকায়দায় পড়েছেন।

এদিকে, পরিবেশমন্ত্রী দামিয়ানোস কাত্তার এক বিবৃতিতে বলেছেন, ‘এই মহাবিপর্যয়ের মধ্যে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। বর্তমান ক্ষমতাসীন সরকারের ওপর আস্থা না থাকায় এই সিদ্ধান্ত নিয়েছি।’ তবে, লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব কাত্তারকে পদত্যাগ না করে নিজ দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করেছেন।

এর আগে বৈরুত বিস্ফোরণের পর সরকার বিরোধী বিক্ষোভের মুখে রোববার পদত্যাগ করেন লেবানিজ তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ।

বৈরুত বিস্ফোরণ পর হাজার হাজার ক্ষুদ্ধ জনতা শনিবার রাস্তায় নেমে আসেন। তারা রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের দাবি জানান। ওই বিক্ষোভ রোববারও অব্যাহত ছিল। বিক্ষোভকারীদের দাবি সরকারের পদত্যাগ। এ লক্ষ্যে তারা চারটি মন্ত্রণালয় এবং ব্যাংক অ্যাসোসিয়েশনের অফিসেও ঢুকে পড়ে।

উল্লেখ্য, গত মঙ্গলবার লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৫৮ জনের মৃত্যু হয়। আহত হয় ৬ হাজারের বেশি মানুষ।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close