বিশ্বজুড়ে

লেবাননকে সাহায্য করতে মিয়া খলিফার নিলাম

ঢাকা অর্থনীতি ডেস্কঃ এক সময় পর্ন দুনিয়ার জনপ্রিয় একটি নাম ছিল মিয়া খলিফা। তবে সেসব এখন অতীত। নীল দুনিয়া ছেড়ে এখন অন্য পেশায় মনোযোগী তিনি। বিয়ে করে সংসারী হওয়ার প্রস্তুতিও নিয়েছেন। বয়ফ্রেন্ডকেই বিয়ে করছেন তাও জানিয়েছেন।

সম্প্রতি ভয়াবহ বিস্ফোরণে বিধ্বস্ত মিয়া খলিফার জন্মভূমি লেবানন। যখন পেশাদার পর্নস্টার ছিলেন তখন তাকে খুনের হুমকি দিয়েছিল নিজের দেশ লেবাননের কট্টরপন্থীরা। ফলে দেশটিতে প্রবেশাধিকার হারান তিনি।

তবুও মাতৃভূমির সংকটে তিনিই এগিয়ে এলেন সাহায্যের হাত বাড়িয়ে। নিজ দেশের জন্য অর্থসংগ্রহের মিশনে নেমেছেন মিয়া খলিফা। সেজন্য নিজের বিখ্যাত চশমা নিলামে তুলেছেন। এ থেকে সংগৃহীত অর্থ তিনি ত্রাণ হিসেবে তুলে দিতে চান।

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিয়া খলিফা জানান, লেবাননের পাশে দাঁড়াতে তার বিখ্যাত চশমা নিলামে তুলছেন তিনি। সেটি বিক্রি করে যে অর্থ পাবেন, তা বিস্ফোরণ বিধ্বস্ত দেশের রেডক্রসের ত্রাণ তহবিলে দান করবেন।

গ্লোবাল নিউজ জানিয়েছে, মিয়া খলিফা চশমাটি ই-বে’তে নিলামে তুলেছেন। সেটির মূল্য এখন পর্যন্ত এক লাখ ডলার উঠেছে। নিলাম চালু থাকবে শনিবার (১৫ আগস্ট) বিকাল পর্যন্ত।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close