দেশজুড়ে
লিবিয়া থেকে দেশে ফিরলো ৩ কর্মীর মরদেহসহ ১৫২ জন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশে ফিরেছে লিবিয়ায় ড্রোন হামলায় নিহত ৩ কর্মীর লাশ। একই ফ্লাইটে ফিরেছেন ১৫২ কর্মীও।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় একটি চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এর আগে মিসরাতা বিমানবন্দর থেকে ফ্লাইটটি রওনা দেয়।
দেশে ফেরা এসব কর্মীদের মধ্যে সম্প্রতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া কয়েকজন বাংলাদেশিও রয়েছেন।
এছাড়া, গত ১৮ই নভেম্বর দেশটির রাজধানী ত্রিপোলিতে একটি বিস্কুট কারখানায় আকাশ থেকে চালানো হামলার ঘটনায় ৫ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। মারাত্মকভাবে আহত হয় ১০ বাংলাদেশি। ওই তিন কর্মীর মরদেহসহ আহত ১০ বাংলাদেশিও ফিরেছেন।
ব্র্যাকের অভিবাসন কর্মসূচির পক্ষ থেকে বলা হয়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং লিবিয়া ও বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) সক্রিয় সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।।