দেশজুড়েপ্রধান শিরোনাম

লিবিয়ায় আটকা আরও ২৬৩ বাংলাদেশি ৫ ডিসেম্বর দেশে ফিরছে

ঢাকা অর্থনীতি ডেস্ক: পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প মুখপাত্র রফিকুল আলম জানিয়েছেন, লিবিয়াতে আটকে থাকা আরও ২৬৩ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হবে আগামী ৫ ডিসেম্বর। রোববার (৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় রফিকুল আলম বলেন, লিবিয়া থেকে ১৪৩ জন অনিয়মিত বাংলাদেশিকে এরই মধ্যে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ত্রিপলিতে আটকে থাকা আরও ২৬৩ জনকে ফেরানো হবে ৫ ডিসেম্বর।

লিবিয়ায় আটকা পড়া এসব বাংলাদেশি মানবপাচারের শিকার কিনা তা বলা যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, এই মানুষগুলো স্বেচ্ছায় সেদেশে কাজ করতে গিয়ে সমস্যায় পড়ে। প্রতিটি ক্ষেত্রে নিজস্ব ব্যাখ্যায় যাওয়ার সুযোগ থাকতে পারে। ডিটেনশন সেন্টারে এখন পর্যন্ত কী পরিমাণ বাংলাদেশি আছে তা এখনও জানা যায়নি বলেও জানান তিনি।

এর আগে, গত ২৮ নভেম্বর বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়ায আটকে পড়া ১৪৩ জনকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়। তারা ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন বলে জানানো হয়।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close