দেশজুড়ে

লিটারে ৯ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

ঢাকা অর্থনীতি ডেস্ক: এক মাস না হতেই বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা বাড়ল। এখন থেকে প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৫৩ টাকা, যা এত দিন ১৪৪ টাকা ছিল। এছাড়া পাঁচ লিটারের এক বোতল তেল পাওয়া যাবে ৭২৮ টাকায়। খোলা সয়াবিন তেল লিটার প্রতি ১২৯ টাকা ও পাম সুপার তেল ১১২ টাকা দরে কিনতে হবে ক্রেতাদের।

বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশি হওয়ায় লিটারে ১৩ টাকা বাড়িয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রস্তাব দেয়া হয়েছিল। সবদিক বিবেচনা করে লিটারে ৯ টাকা বাড়ানো হয়েছে। তবে, সয়াবিন তেল ছাড়া বাকি সব তেলের দাম আগের মতই রয়েছে।

এর আগে, গত তেসোরা মে ২ টাকা বাড়িয়ে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪১ টাকা নির্ধারণ করে সরকার।

Related Articles

Leave a Reply

Close
Close