বিশ্বজুড়ে

লিঙ্গ পরিবতর্ন করে বন্ধুকে বিয়ে, অতঃপর….

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ছেলে থেকে লিঙ্গ পরিবতর্ন করে হয়েছেন মেয়ে। রিন্টু মালিত্য হয়ে গেলেন পায়েল খাতুন। পরে বিয়ে করেন বন্ধু শুকচাঁদকে। কিন্তু বাধা শুকচাঁদের পরিবার।

সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে এ ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় এক সংবাদমাধ্যম।

বেঙ্গালুরুতে ছোট্ট এক চালা ঘরে তাদের এই সদ্য-সংসার চলছিল ভালোই। কিন্তু সম্প্রতি পায়েল স্থানীয় থানায় অভিযোগ করেছেন স্বামীর পরিবারের বিরুদ্ধে।

অভিযোগে পায়েল জানিয়েছেন, শুকচাঁদের বাড়ির লোকেরা তাকে কার্যত ‘বন্দি’ করে রেখেছেন। শুকচাঁদের সঙ্গে যোগাযোগের সব রাস্তাই বন্ধ করে দিয়েছেন।

অভিযোগ পেয়ে নওদার সোনাটিকুড়ি গ্রামে পুলিশ গিয়েও খোঁজ পায়নি শুকচাঁদের। পুলিশের অনুমান, অন্য কোথাও সরিয়ে দেওয়া হয়েছে ওই যুবককে।

স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃণাল সিংহ বলেন, আমাদের ধারণা, পুলিশ যাচ্ছে শুনেই ওই যুবককে কোথাও সরিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা শুকচাঁদকে থানায় হাজির করাতে বলেছি।

Related Articles

Leave a Reply

Close
Close