বিনোদন

লাল বিকিনি’র জাদুতে মৌনি রায়!

ঢাকা অর্থনীতি ডেস্ক: মৌনি রায় ছুটিতে থাকলেও আবেদনময়ী ছবি দিয়ে ভক্তদের হৃদয়ে হানা দিচ্ছেন বার বার। ঘুরতে গিয়ে সেখান থেকেই একমুঠো ছবি পাঠিয়েছেন। সোশ্যালে সেই ছবি শেয়ার হতেই মৌনির ঝাঁঝে অস্থির ভক্তরা! তপ্ত লাল বিকিনিতে সমুদ্রের তীরে যেন জ্বলছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

লাল রং নিষেধের। লাল রং উদযাপনেরও। কোনটা চাইছেন নায়িকা? প্রশ্ন নেট মহল্লায়। সঙ্গের ক্যাপশনও তেমনি: “উৎসবের মরশুম। গান বাজলেই ছন্দে দুলি।

গত সেপ্টেম্বরেই মৌনি গোয়া গেছিলেন জন্মদিন পালন করতে। সেই ছবি সোশ্যালে আসতেই অনেক নায়িকাই ঈর্ষায় জ্বলেছিলেন। ঘুম ছুটেছিল অনেক পুরুষের। এবারেও সেই একই কাণ্ড!

Related Articles

Leave a Reply

Close
Close