করোনাদেশজুড়ে

লাকসামে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কুমিল্লার লাকসামে করোনার উপসর্গ নিয়ে সনাতন ধর্মাবলম্বী এক বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৫ মে) সন্ধ্যায় শহরের দক্ষিণ লাকসামে (সাহাপাড়া) নিজ বাসায় শংকর চন্দ্র সরকার (৬৫) নামে ওই বৃদ্ধ মারা যান। পরে নমুনা সংগ্রহ শেষে বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে সর্বোচ্চ সতর্কতায় মৃতদেহ সৎকার করা হয়। এ প্রথম উপজেলায় করোনা উপসর্গ নিয়ে কোনো ব্যক্তির মৃত্যু হলো। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, লাকসাম পৌরশহরের দক্ষিণ লাকসাম (সাহাপাড়া) এলাকার বাসিন্দা শম্ভূ চন্দ্র সরকারের ছেলে শংকর চন্দ্র সরকার সন্ধ্যা সাড়ে ৬টায় নিজ বাসায় করোনার উপসর্গ নিয়ে পরলোকগমন করেন। তিনি কাশি ও হৃদরোগে ভুগছিলেন বলে জানা গেছে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের করোনা র‌্যাপিড রেসপন্স টিম বিষয়টি জানতে পেরে নমুনা সংগ্রহ শেষে সোমবার (২৫ মে) দিবাগত একটার দিকে বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে সর্বোচ্চ সতর্কতায় মৃতদেহ সৎকার করে।

লাকসামে এখন পর্যন্ত ৩৯ জনের করোনা শনাক্ত হলেও এখনো কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। আজই প্রথম উপজেলায় শংকর চন্দ্র সরকার উপসর্গ নিয়ে পরলোকগমন করেন। উপজেলায় এ পর্যন্ত ১৩ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close