বিশ্বজুড়ে
লাইভ টকশোতে নেতার মারামারি!
ঢাকা অর্থনীতি ডেস্ক: পাকিস্তানে টেলিভিশনে টকশোতে উত্তেজনার জেরে উপস্থাপককে প্রকাশ্যে পেটানোর ঘটনা বিরল। গত সোমবার (২৪ জুন) এমন কাণ্ড ঘটিয়েছে পাকস্তানের ক্ষমতাসীন দলের এক নেতা।
ঘটনার সময় টক-শোতে রীতিমতো ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন, চলে ধাক্কা ধাক্কিও। পরে পুরো ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
পাকিস্তানের শাসকদল তেহরিক-ই-ইনসাফের নেতা মাসরুর আলি সিয়াল অংশ নেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাংবাদিক ইমতিয়াজ খান ফারান। শুরুতে ঠিকঠাকই ছিল সব। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ভিডিওতে দেখা যায়, প্রথমে সঞ্চালকের তর্কতর্কি করতে থাকেন মাসরুর আলি সিয়াল। ইমতিয়াজকে ধাক্কা মেরে ফেলে দেন। দু’জনের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। পরে টেলিভিশনের অন্যান্যরা এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। এসময় গালিগালাজও করতে শুনা যায়।