বিশ্বজুড়ে
লাইভে টিকটক তারকাকে প্রেট্রোল দিয়ে পুড়িয়ে মারলেন প্রাক্তন স্বামী
ঢাকা অর্থনীতি ডেস্কঃ চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের জনপ্রিয় একজন তারকাকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। এ সময় লাইভ স্ট্রিমিংয়ে ছিলে লামু নামের ওই তরুণী।
গত ১৪ সেপ্টেম্বর চীনের সিচুয়ান প্রদেশের জিনচুয়ান কাউন্টিতে এ ঘটনা ঘটে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।
লামু লাইভ স্ট্রিমিংয়ে থাকার সময় তার সাবেক স্বামী ট্যাং দরজা ভেঙে ঘরে ঢুকে পড়েন। এ সময় তার হাতে ছিল ছুরি ও পেট্রোল।
জিনচুয়ান কাউন্টি কর্তৃপক্ষ জানায়, হামলার পর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সিচুয়ান প্রাদেশিক হাসপাতালে স্থানান্তর করা হয়। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। সেখানে ৩০ সেপ্টেম্বর মারা যান তিনি।
বিবিসি জানায়, ৩০ বছর বয়সী লামু চীনের টিকটক ভার্সন ডুইনের একজন জনপ্রিয় তারকা ছিলেন। প্ল্যাটফর্মটিতে তাকে অনুসরণ করত কয়েক লাখ ফলোয়ার। ছোট ছোট ভিডিও ক্লিপ পোস্ট করে তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন।
লামুর মৃত্যুর ঘটনায় চীনে নারীর ওপর সহিংসতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ হয়েছে।
/এন এইচ