দেশজুড়েপ্রধান শিরোনাম
লাইনে দাঁড়িয়ে টিকেট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী
ঢাকা অর্থনীতি ডেস্ক: চক্ষু হাসপাতালে ১০ টাকায় টিকিট কেটে হাসপাতালে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী। লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে চোখের ডাক্তার দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১১ই জানুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখ দেখিয়েছেন তিনি। সাধারণ রোগীদের মতোই সরকারি নির্ধারিত ১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নিলেন তিনি।
এর আগেও এভাবে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে একইভাবে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান।
/এএস