বিশ্বজুড়ে
লন্ডনে বাংলায় রেল স্টেশনের নাম
ঢাকা অর্থনীতি ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনে ইংরেজির পাশাপাশি এবার বাংলায় লেখা হলো রেল স্টেশনের নাম। নতুন করে এ সংস্কারের পর ব্যস্ততম টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এলাকায় অবস্থিত এ স্টেশনটিতে বাংলায় সাইনবোর্ড লাগানো হয়েছে।
‘হোয়াইটচ্যাপেল’ নামে এ স্টেশনটির অবস্থান বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনে। প্রতিদিন এ স্টেশন দিয়ে যাতায়াত করেন হাজারো মানুষ। আর এখানে বাংলায় সাইনবোর্ড লাগানোর ফলে এখন থেকে ইংরেজির পাশাপাশি বাংলায় হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম দেখতে পাবেন চলাচলকারীরা।
স্থানীয় কর্তৃপক্ষের এমন উদ্যোগের মধ্য দিয়ে লন্ডনে বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ট্রান্সপোর্ট ফর লন্ডনের (টিএফএল) উদ্যোগে ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অর্থায়নে বৃহস্পতিবার (১০ মার্চ) আনুষ্ঠানিকভাবে স্থানীয় মেয়র জন বিগস সাংবাদিকদের উপস্থিতিতে হোয়াইটচ্যাপেল রেল স্টেশনে বাংলায় সাইনবোর্ড লাগানোর বিষয়টি জানান।
/এএস