বিনোদন
লতা মঙ্গেশকরের গানে বাঁশি বাজিয়ে ভাইরাল তরুণী
ঢাকা অর্থনীতি ডেস্কঃ লতা মঙ্গেশকরের গান গেয়ে প্রশংসা পান অনেক শিল্পীই। সম্প্রতি লতার গান গেয়ে ভাইরাল হয়েছেন রেল স্টেশনে ঘুরে বেড়ানো রানু মণ্ডল। রানুর জীবন বদলে গেছে লতার গান গেয়ে। এবার লতার গানের সুর বাঁশিতে বাজিয়ে আলোচনায় এক তরুণী।
সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে সেই তরুণীর বাঁশি বাজানোর ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক তরুণী বাঁশি বাজিয়ে লতা মঙ্গেশকরের সুপারহিট গানের সুর তুলেছেন। খোলা প্রকৃতির মধ্যে হেঁটে হেঁটে বাঁশি বাজাচ্ছেন তিনি।
লতার গাওয়া ‘তেরে মেরে হোঁটপে’ গানের সুর সেই তরুণীর বাঁশিতে শুনে মজেছে সবাই। লাইক কমেন্ট শেয়ারের ঝড় বইছে সেই ভিডিও’তে। সাগর পাড়ে মিষ্টি বাতাসে মিশেছে বাঁশির সুর। মায়া ছড়িয়েছে দর্শকের হৃদয়ে হৃদয়ে।
Palak jain flute.
Posted by Scale Changer Tabla on Saturday, 27 July 2019
কে এই তরুণী। এখনো বিস্তারিত জানা যায়নি তার পরিচয়। শুধুমাত্র জানা গেছে, সেই তরুণীর নাম পালক জৈন। যিনি অসাধারণ বাঁশি বাজাতে পারেন। ভালোবাসেন লতা মঙ্গেশকরের গান। তাই খেয়াল খুশিতে তার গানের সুর তুলেছেন বাঁশিতে। এখন সেই সেই সুরেই কাঁপছে নেট দুনিয়া।
/আরকে