দেশজুড়েপ্রধান শিরোনাম

লঞ্চডুবিতে আরও একজনের মরদেহ উদ্ধার, মোট ৩৩

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হলো।

এর আগে সকালে রাজধানীর শ্যামবাজারে বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চ মর্নি বার্ড অবশেষে ভাসিয়ে তোলেন উদ্ধারকারীরা। ডুবে যাওয়ার প্রায় ২৬ ঘণ্টা পর মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টার দিকে লঞ্চটিকে এয়ার লিফ্টিং ব্যাগ দিয়ে ভাসিয়ে তোলা হয়। এর আগে সোমবার সকাল ৯টার দিকে লঞ্চটি ডুবে যায়।

এদিকে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারে আসা জাহাজ ‘প্রত্যয়ের’ ধাক্কায় পোস্তগোলার বুড়িগঙ্গা সেতুতে ফাটল দেখা দিয়েছে। এ কারণে সোমবার (২৯ জুন) রাত থেকে সেতুটির উপর দিয়ে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close