প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

লকডাউন; সাভারে মাঠে নেমেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: সচেতনতা ও সর্বাত্মক লকডাউন কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে সাভার উপজেলা প্রশাসন। এসময় মাস্ক বিতরনসহ লকডাউন নির্দেশনা উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে আর্থিক দন্ডও দেয়া হয়।

বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে সাভার উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহফুজ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহফুজ জানান, সর্বাত্মক লকডাউন কার্যকর করতে জেলা পুলিশের পক্ষ থেকে মহাসড়কে চেকপোষ্ট বসানো হয়েছে। তারপরেও অনেক মানুষজন বিনা প্রয়োজনে বাসার বাহিরে আসার চেষ্টা করছে, তাই সর্বাত্মক লকডাউন কার্যকর করতে তারা মাঠে কাজ করে যাচ্ছেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় প্রজ্ঞাপন উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে কয়েক ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।

তারা আর্থিক জরিমানার পাশাপাশি মানুষকে সচেতনও করে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে তারা মানুষের মধ্যে মাস্কও বিতরন করছেন বলেও জানান এই কর্মকর্তা।

ভিডিও দেখুন:

Related Articles

Leave a Reply

Close
Close