করোনাবিশ্বজুড়ে

লকডাউনে যমজ সন্তান; করোনা ও কোভিড

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনাভাইরাসের জেরে যে কোভিড-১৯ রোগ। তাই এই দু’টো নামই এখন ত্রাস সারা বিশ্বে। কিন্তু লকডাউনের সময় জন্মানো ছত্তীসগঢ়ের এক দম্পতি নিজেদের সদ্যোজাত যমজের নাম দিলেন করোনা ও কোভিড।

দেশ জুড়ে চলছে লকডাউন। তার মধ্যেই সরকারি হাসপাতালে ওই দম্পতির যমজ সন্তান জন্মগ্রহণ করে। যমজ সন্তানের জন্ম দেওয়া প্রীতি ভর্মা বলেছেন, ‘‘২৭ মার্চ দুই সন্তানের জন্ম দিয়েছি। আমার ছেলের নাম দিয়েছি কোভিড ও মেয়ের নাম দিয়েছি করোনা।’’

তিনি আরও জানিয়েছেন, ‘‘ভাইরাস মোকাবিলায় মানুষের জীবন বিপন্ন, সেই কঠিন সময়ে জন্ম নিয়েছে আমাদের সন্তানরা। জন্মের পর হাসপাতালের কর্মীরাও ওদের করোনা-কোভিড বলে ডাকছিলেন।’’ করোনাভাইরাস জীবন-মরণ পরিস্থিতি তৈরি করলেও, সাধারণ মানুষের মধ্যে তা স্যানিটেশন ও হাইজিনের অভ্যাস গড়েছে বলে মত প্রীতির।

ওই দম্পতি বাড়ি ভারতের উত্তরপ্রদেশে। তাঁরা রায়পুরের পুরানি বাস্তি এলাকায় ভাড়া থাকেন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close