দেশজুড়েপ্রধান শিরোনাম

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত

ঢাকা অর্থনীতি ডেস্ক: কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল নাসির (৩০) নামের এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

শুক্রবার (৩১শে জানুয়ারি) ভোরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা মাদক ব্যবসায়ী উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর ব্লকের ইস্ট বি-২৬ এর জাকেরের ছেলে।

ঘটনাস্থল থেকে ২টি ওয়ানশুটার গান, ৭ রাউন্ড গুলি এবং ৬৬ হাজার ৯শ’ ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মাদক পাচারের খবর পেয়ে র‌্যাবের একটি বিশেষ টহল দল কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের মনতলিয়া পুরান বাজার এলাকায় চেকপোস্ট বসায়। এ সময়, কয়েকজন অস্ত্রধারী মাদক ব্যবসায়ী র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুল নাসেরকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এএস ন

Related Articles

Leave a Reply

Close
Close