দেশজুড়েপ্রধান শিরোনাম
রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে ভাঙ্গচুর ও বিক্ষোভ
ঢাকা অর্থনীতি ডেস্ক: টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে ওয়ার্ড যুবলীগ সভাপতি ওমর ফারুককে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ, ভাংচুর, বিক্ষোভ ও রোহিঙ্গা সন্ত্রাসী নুর মোহাম্মদ মাঝি বাড়ীতে আগুন দিয়েছে স্থানীয়রা।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিক্ষুব্ধ স্থানীয়রা বিক্ষোভ মিছিল করে হত্যায় জড়িত রোহিঙ্গা সন্ত্রাসী নুর মোহাম্মদ মাঝির বাড়িতে আগুন দেয়। এর পর সড়কে রোহিঙ্গাদের দোকান-পাট ভাংচুর করে।
সড়ক অবরোধ করে। বিক্ষোভ চালাকালিন সময় বিভিন্ন এনজিও সংস্থার গাড়ী ও অফিস ভাংচুর করা হয়। সড়কে আগুন জ্বালিয়ে গাছ ফেলে অবরোধ সড়ক অবরোধ করায় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ঘটনা স্থালে সেনা বাহিনী, পুলিশ ও বিজিবি রয়েছে। এই রির্পোট লেখা পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা) অবরোধ চলছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (২২ আগষ্ট) রাত ১০.৩০টায় রোহিঙ্গা ডাকাত সর্দার সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারিরা স্থানীয় যুবলীগ নেতা ওমর ফারুকে নিজ বাড়ীর সামনে থেকে তুলে নিয়ে পাহাড়ে পাশে গুলি করে হত্যা করে।