দেশজুড়েপ্রধান শিরোনাম

রোহিঙ্গা সংকট দীর্ঘ হলে হুমকিতে পড়বে নিরাপত্তা ব্যবস্থা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশে রোহিঙ্গা সংকট দীর্ঘস্থায়ী হলে হুমকির মুখে পড়তে পারে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা। যাতে পুরো অঞ্চলই হয়ে উঠতে পারে অস্থিতিশীল। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার হোটেল লোটে নিউইয়র্ক প্যালেসে স্থানীয় সময় বিকেলে এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মানবিক কারণেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল তার সরকার। প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, রোহিঙ্গা সংকট দীর্ঘস্থায়ী হলে হুমকির মুখে পড়বে বাংলাদেশ। এই সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নিতে হবে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরি করতে জাতিসংঘ এবং অংশীদারদের কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান তার।

/ আরএইচএস

Related Articles

Leave a Reply

Close
Close