ঢাকা অর্থনীতি ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে মঙ্গলবার রাতের সংঘর্ষে নিহত চার জনের মধ্যে দুইজন বাংলাদেশি। প্রতিপক্ষের লোক ভেবে তাদের হত্যা করে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
তারা হলেন- টেকনাফের হ্নীলা ইউপির রঙ্গিখালীর নুরুল হুদা ও আবুল বশর। তাদের গলা কেটে ও গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
জানা গেছে, যাত্রী সেজে একদল রোহিঙ্গা সন্ত্রাসী রঙ্গিখালী থেকে নুরুল হুদার নোহা গাড়িটি ভাড়া করে রোহিঙ্গা ক্যাম্পের সংঘর্ষে যোগ দিতে যায়। ক্যাম্পে পৌঁছার সঙ্গে সঙ্গে প্রতিপক্ষ সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে। রোহিঙ্গা ভেবে নুরুল হুদা ও আবুল বশরকে গলা কেটে ও গুলি করে হত্যা করে তারা।
হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মো. আলী জানান, নুরুল হুদার নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। তবে কেউ কেউ বলছে আবুল বশর এখনো বেঁচে আছেন। তাকে রোহিঙ্গা সন্ত্রাসীরা আটকে রেখেছে।
উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, আনুষ্ঠানিকভাবে এখনো চার জনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়রা দাবি করছে নিহতদের মধ্যে দুইজন টেকনাফের বাসিন্দা। তারা রোহিঙ্গা নন।
/এন এইচ