প্রধান শিরোনামবিশ্বজুড়ে

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা চেয়ে বৈঠক

ঢাকা অর্থনীতি ডেস্ক: রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এ সহায়তা চান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

বৈঠক শেষে লি জি মিং গণমাধ্যমকে জানান, বৈঠকে আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না বলে দুঃখিত। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী নিয়ে আলোচনা হয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চীন মধ্যস্থতা করছে। চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে খুব শিগগিরই ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। সেটা সামনে রেখে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে চীনের রাষ্ট্রদূত এ বৈঠক করেছেন।

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close