তথ্যপ্রযুক্তিদেশজুড়ে

রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন ১৩ ঘণ্টা থ্রিজি-ফোরজি বন্ধ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় প্রতিদিন বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত থ্রিজি ও ফোরজি সেবা বন্ধে মোবাইল ফোন অপারেটরগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিটিআরসি প্রাথমিকভাবে ১৩ ঘণ্টা থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশনা দিয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে মোবাইল নেটওয়ার্ক বন্ধে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর নির্দেশের পর এই সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।

এ নির্দেশনার ফলে টেকনাফ ও উখিয়া এলাকায় সকাল ৬টা থেকে পরবর্তী ১১ ঘণ্টা থ্রিজি ও ফোরজি সেবা চালু থাকলেও বিকেল ৫টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত কেবল টুজি চালু থাকবে। টুজি সেবায় কেবল ভয়েস কল ও এসএম পাঠানো যাবে।

অবৈধভাবে সিম নিয়ে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে রোহিঙ্গারা নানা অপকর্ম করে আসছে বলে অভিযোগ আসছিল। মন্ত্রীর নির্দেশের পর রোববার (১ সেপ্টেম্বর) বিটিআরসি রোহিঙ্গাদের মোবাইল নেটওয়ার্ক বন্ধের নির্দেশনা দিয়েছে। এছাড়া এ বিষয়ে পদক্ষেপ নিতে সাত দিনের সময় বেঁধে দেয় বিটিআরসি।

১৩ ঘণ্টা থ্রিজি ও ফোরজি বন্ধ রাখার বিষয়ে মোবাইল অপারেটরদের নির্দেশনা পাঠানোর কথা নিশ্চিত করেছেন বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া উইং) মো. জাকির হোসেন খাঁন।

তিনি বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিটিআরসির নির্দেশনা মেনে এ বিষয়ে অপারেটররা কাজ করবে। ওই সময়ে থ্রিজি ও ফোরজি ছাড়া মোবাইল অপারেটরগুলোর কারিগরি কাজ বজায় থাকবে।

Related Articles

Leave a Reply

Close
Close