করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম

রোহিঙ্গা ক্যাম্পে দুইজন করোনা আক্রান্ত।

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে)কক্সবাজারে দুই রোহিঙ্গাসহ নতুন করে ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘কক্সবাজারের ল্যাবে নতুন পরীক্ষা করা ১৮৬ জনের মধ্যে ১২ ব্যক্তির দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে দুইজন রোহিঙ্গা রয়েছে।ডা. মো. মাহবুবুর রহমান জানান, আক্রান্ত অপর ১০ জনের মধ্যে কক্সবাজার সদরের নয়জন ও একজন চকরিয়া উপজেলার বাসিন্দা। এ নিয়ে কক্সবাজারে ১৩১ জন আক্রান্ত হলেন।

তিনি জানান, মঙ্গলবার (১২ মে) কক্সবাজারের ৮টি উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ও চট্টগ্রামের লোহাগাড়া থেকে মোট ১৮৬ জন সন্দেহভাজন রোগীর করোনা নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষা করার পর ১২ জনকে পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে হেলথ কো-অডিনেটর ডা. তোহা বলেন, ‘উখিয়া ও টেকনাফের ৩৪টি ক্যাম্প থেকে ৩৬ জন রোহিঙ্গার নমুনা সংগ্রহ করা হয়েছিল। তারমধ্যে বৃহস্পতিবার দুইজন রোহিঙ্গার করোনা পজেটিভ এসেছে। তারা দুইজনই উখিয়া ক্যাম্পের বাসিন্দা। তারমধ্যে একজন ক্যাম্প-১, ই-ব্লকের। অপরজন এমএসএফ ওসিআই রয়েছেন। দুইজনকেই আইসোলেশনে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া, এই দুই রোহিঙ্গার আশপাশ লকডাউন করা হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Alyvose aptikta tikra didelė bėda Kaip lengvai pašalinti makiažo dėmes iš audinio: Kaip ruošti kiaulienos liežuvį: minkšto delikateso Šie „kaimynai“ turi būti puikiausiai agurkams: ką sodinti šalia Kaip išvalyti vonios užuolaidas nuo rūdžių, pageltimo Virtualus šefas: Kaip sumažinti kraujospūdį namuose per 5 minutes: Sekmadienio galvosūkis: triušio paieška per 5 sekundes Kaip išmokti Sodininkų paslaptis: kodėl jie neišmeta tetinio popieriaus ritinėlių Mikrožalumai: kaip auginti juos namuose ir
Close
Close