দেশজুড়ে

‘রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে দেওয়া হবে কাঁটাতারের বেড়া’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সন্ত্রাসীদের আনাগোনা বন্ধে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তার দফতরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা শেষে একথা বলেন।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী বিদেশ সফর যাওয়ার আগে নির্দেশনা দিয়ে গেছেন, দ্রুত ক্যাম্পগুলোতে কাঁটাতারের বেড়া দিতে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি দেখা গেছে রোহিঙ্গা ক্যাম্পে প্রায়ই সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। তারা বিভিন্ন মাদকদ্রব্য পাচার ও খুন করছে। তারা এক রাজনৈতিক ব্যক্তিত্ব আওয়ামী লীগের এক নেতাকেও হত্যা করেছে। এজন্য তাদের নজরদারিতে রাখতে ক্যাম্পে কাঁটাতারের বেড়াসহ বিভিন্ন পয়েন্টে ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে।

Related Articles

Leave a Reply

Close
Close