দেশজুড়েপ্রধান শিরোনাম

রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক দোকানগুলোতে অচিরেই অভিযান

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রোহিঙ্গাদের কাছে সিমকার্ড বিক্রিতে সতর্ক করেছে কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসন।

 

শনিবার উপজেলা প্রশাসন জরুরি বৈঠকে এ বিষয়ে সতর্কতা জারি করেন। এ বিষয়ে শিগগিরই অভিযান চলবে বলেও জানানো হয় বৈঠকে।

 

রোহিঙ্গাদের কাছে সিমকার্ড বিক্রি ও মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণে মোবাইল অপারেটরদের প্রতিনিধি, ডিলার ও স্থানীয় সিমকার্ড ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসন এ বৈঠকের আয়োজন করে।

বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী বলেন, রোহিঙ্গাদের কাছে কোনও অবস্থাতেই সিম বিক্রি করা যাবে না। যদি কোনও এলাকা থেকে সিম এনে বিক্রি করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক দোকানগুলোতে অচিরেই অভিযান চালানো হবে।

 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম, উখিয়া থানার এসআই ফারুক আহামদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Close
Close