দেশজুড়েপ্রধান শিরোনাম

“রোহিঙ্গা ইস্যুতে চীনের উদ্যোগে ত্রিপক্ষীয় বৈঠক হবে ১৯ জানুয়ারি”

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রোহিঙ্গা ইস্যুতে চীনের উদ্যোগে ১৯ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ, মিয়ানমান ও চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বুধবার বিকেলে সাংবাদিকদের কাছে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনায় এখন পর্যন্ত কোনো ফলাফল আসেনি।

এ কে আব্দুল মোমেন বলেন, ওদের ভেরিফিকেশনের জন্য আমরা সাড়ে আট লাখ রোহিঙ্গার তথ্য সাবমিট করেছি। অনাকাঙিক্ষতভাবে মিয়ানমার খুব কম সংখ্যককে ভেরিফাই (শনাক্ত) করেছে। তারা খুব স্লো। মাত্র ৪২ হাজার ফাইনালি তারা শনাক্ত করেছে ৮ লাখ ৩০ হাজারের মধ্যে। এখানে আন্তরিকতার বড় অভাব।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close