দেশজুড়ে

রোহিঙ্গাদের ভাসানচরে নেয়া হচ্ছে না: ত্রাণ প্রতিমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভাসানচর রোহিঙ্গাদের থাকার জন্য উপযুক্ত স্থান হলেও আপাতত ভাসানচরে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।

সচিবালয়ে আজ বুধবার (২৬ জুন) দুপুরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. এনামুর রহমান বলেন, “আমরা কোনো তাড়াহুড়া করছি না। জাতিসংঘের সব সংস্থা এবং রোহিঙ্গাদের সাথে একমতে পৌঁছানোর পরই কেবল এই স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে।”

এর আগে এপ্রিলের মাঝামাঝি নাগাদ একলাখ রোহিঙ্গাকে ভাসানচরে নেয়া হবে বলে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান আগে জানালেও কিছুদিন পূর্বে তিনি বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, “আমরা একটু ধীরেসুস্থে আগাচ্ছি। এখনো স্থানান্তরের নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি।”

Related Articles

Leave a Reply

Close
Close