স্বাস্থ্য

রোগীর খাবার চুরি করে বিক্রি!

ঢাকা অর্থনীতি ডেস্ক: ভারতের কলকাতা মেডিকেল কলেজে রোগীর খাবার চুরির করে বিক্রির অভিযোগ উঠেছে হাসপাতালের কর্মীর বিরুদ্ধে।

সোমবার (০২ ডিসেম্বর) সকালে বরখাস্ত করা হল অভিযুক্ত কর্মীকে। একইসঙ্গে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, মাত্র ২০ টাকা দিলেই মিলছে মাংস, ভাত, ডাল, তরকারি। রোগীর পথ্য চুরি করে চলছে বিক্রি। রোব রোগীর স্বাবজনর এমন ছবিই ক্যামেরাবন্দি হয় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে।

রোগীর আত্মীয়রা অভিযোগ করেন, একজনের খাবারকে দুভাগ করা হচ্ছে। অর্ধেকটা দেওয়া হচ্ছে রোগীকে। আর বাকিটা বিক্রি করা হচ্ছে। রোগীর জন্য নির্দিষ্ট পরিমাপ মতো খাবার রোগীকে দেওয়া হচ্ছে না। রোগীর আত্মীয়দের কয়েকজন এই গোটা বিষয়টির ভিডিও করেন নিজের মোবাইলে। সেই ফুটেজ নার্সদের দেখানো হয়। ফুটেজ দেখানো হয়, আরআইও-র ডিরেক্টরকেও।

Related Articles

Leave a Reply

Close
Close