দেশজুড়ে
রেল লাইনে ট্রেনের চাকায় চলছে ট্রাক
ঢাকা অর্থনীতি ডেস্কঃ সাধারণত ট্রাক চলাচল করে স্থলপথে। বিভিন্ন ধরনের মালামাল পরিবহনের জন্য স্থলপথের গুরুত্বপূর্ণ বাহন এটি। এবার স্থলপথের এই ট্রাকেই ট্রেনের চাকা জুড়ে দেয়া হয়েছে।
স্থিরচিত্রটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এরকম ভিন্নধর্মী চিন্তাভাবনাকে স্বাগতম জানিয়েছে নেটিজেনরা।
জানা গেছে, পাবনা থেকে ঢালারচর পর্যন্ত নবনির্মিত রেললাইন দিয়ে মালামাল পরিবহনের জন্য এই অদ্ভুত ট্রাক ট্রেনটি তৈরি করা হয়েছে। রেল লাইনের স্লিপার, ক্লিপ ও অন্যান্য যন্ত্রপাতি দ্রুততার সাথে পরিবহনের জন্য এটি ব্যবহৃত হয়। ভারতে অনেক আগে থেকে এটি ব্যবহৃত হলেও বাংলাদেশে সাম্প্রতিক সময়ে এটির ব্যবহার শুরু হয়েছে।