দেশজুড়েপ্রধান শিরোনাম
রেলওয়ের ইতিহাসে প্রথমবারের মতো পালিত হলো রেল দিবস
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রেলপথ প্রতিষ্ঠার ১৫৮ বছরে পা রাখলো বাংলাদেশ রেলওয়ে। মুজিববর্ষে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে রেলওয়ের ইতিহাসে প্রথমবারের মতো রেল দিবস পালন করা হয়েছে।
রোববার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আয়োজনের প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, আমাদের সবার ইতিহাস জানা প্রয়োজন। ইতিহাস ও ঐতিহ্য না জানলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। দেশে যত প্রতিষ্ঠান আছে তার মধ্যে রেল ঐতিহাসিকভাবে সমৃদ্ধ প্রতিষ্ঠান।
তিনি আরো বলেন, রেল সামাজিক বিবর্তন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিরাট ভূমিকা রেখে চলেছে। মুক্তিযুদ্ধের সময় রেল সেক্টরের অনেক ক্ষতি করা হয়েছিল। স্বাধীনতার পর বঙ্গবন্ধু ক্ষতিগ্রস্ত রেল পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করেছিলেন।
/এন এইচ