দেশজুড়েপ্রধান শিরোনামশিল্প-বানিজ্য
‘রেপো সুদহার’ বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি ডেস্ক: বাংলাদেশ ব্যাংক নীতিনির্ধারণী সুদের হার পুনঃনির্ধারণ করেছে। রোববার (২৯ মে) অনুষ্ঠিত মনিটারি পলিসি কমিটির ৫৪তম সভায় রেপো সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।
রোববার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ২৯ মে অনুষ্ঠিত মনিটারি পলিসি কমিটির ৫৪তম সভার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ব্যাংকের রেপো সুদহার বিদ্যমান বার্ষিক শতকরা ৪ দশমিক ৭৫ ভাগ থেকে ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে শতকরা ৫ ভাগে পুনঃনির্ধারণ করা হয়েছে।
তবে রিভার্স রেপো সুদহার বিদ্যমান বার্ষিক শতকরা ৪ ভাগে অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ ব্যাংক এই হারে ঋণ দিয়ে থাকে। এটি ব্যাংকিং খাতে মৌলিক নীতিনির্ধারণী সুদের হার হিসেবে পরিচিত।
/একে