খেলাধুলা

রেকর্ড ভাঙার পথে মেসি

ঢাকা অর্থনীতি ডেস্ক: সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলেকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় এখন মেসি। লাতিন আমেরিকার ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মেসির।

কোপা আমেরিকায় আর্জেন্টিনার জার্সিতে একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন লিওনেল মেসি। নিজে গোল করছেন, সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন। সবশেষ কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। সেখানে তিনটি গোলেই ছিল মেসির অবদান।

এবার মেসি অপেক্ষায় আছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলেকে ছাড়িয়ে যাওয়ার। লাতিন আমেরিকার ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মেসির। ১৪৯ ম্যাচে মেসির গোল ৭৬টি। মেসির সামনে আছেন শুধু পেলে। ৯২ ম্যাচে ৭৭ গোল করে তালিকা শীর্ষে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।

ইকুয়েডরের বিপক্ষে গোলের পর আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির গোলসংখ্যা হয় ৭৬টি। আর মাত্র একটি গোল করলেই পেলেকে ছুঁয়ে ফেলবেন তিনি, দুই গোল করলে ছাড়িয়ে যাবেন তাকে।

এই তালিকায় তৃতীয় সর্বোচ্চ গোলদাতা আরেক ব্রাজিলিয়ান। ১০৭ ম্যাচে ৬৮ গোল নেইমারের। আর রোনালদোর গোলসংখ্যা ৯৮ ম্যাচে ৬২টি।

Related Articles

Leave a Reply

Close
Close