দেশজুড়েপ্রধান শিরোনাম

রূপগঞ্জে অগ্নিকান্ড: সজীব গ্রুপের চেয়ারম্যান ও এমডিসহ প্রেফতার ৮

ঢাকা অর্থনীতি ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানায় আগুনের ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান, এমডিসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার পর্যন্ত অগ্নিকাণ্ডে ৫২ জনের মরদেহ উদ্ধার হয়েছে।

দ্বিতীয় দিনের মতো আজ সকাল থেকেও এই অভিযান চালবে ফায়ার সার্ভিস। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিলো না এবং বিল্ডিং কোড মেনে তৈরি না হওয়ায় ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল।

রূপগঞ্জের ভুলতায় সেজান জুস ও আচারের কারখানায় আগুনের ঘটনায় ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল আর হাসপাতালের মর্গের সামনে স্বজন হারাদের আহাজারীতে ভারি হয়ে আছে বাতাস।

বৃহস্পতিবার লাগা আগুন ছয় তলা এই বিল্ডিংয়ে দ্রুতই ছড়িয়ে পড়ে। সারারাত অনেক শ্রমিকের খোঁজ না পেয়ে দিশেহারা স্বজনেরা সকালে ক্ষুব্ধ হয়ে ওঠে। চালায় ভাংচুর, সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে।

তবে ভবনটি ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। শনিবার পর্যন্তও চলবে উদ্ধার অভিযান। তবে আর কোন মরদেহ পাওয়া যায়নি বলেও জানানো হয়।

Related Articles

Leave a Reply

Close
Close