ঢাকা অর্থনীতি ডেস্ক: আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার প্রতিযোগিতায় রাশিয়ান গ্র্যান্ডমাস্টার ম্যাক্সিম লুগোভস্কোয়কে হারিয়ে শীর্ষে বাংলাদেশের ফাহাদ রহমান। গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে খেলে গ্র্যান্ডমাস্টার ম্যাক্সিমের বিরুদ্ধে জয়ী হন।
ভারতের মুম্বাইয়ে আইআইএফএল ইনভেস্ট ম্যানেজারস দ্বিতীয় রাউন্ডের খেলায় এই কৃতিত্বের ফলে প্রতিযোগিতার পয়েন্ট তালিকায় ১৫ জনের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছে ফাহাদ। দ্বিতীয় রাউন্ড শেষে তার নামের পাশে ২ ম্যাচে পূর্ণ ২ পয়েন্ট যুক্ত হয়েছে। এছাড়া বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও ভারতের মনীশ কুমারকে হারিয়ে ২ খেলায় দেড় পয়েন্ট অর্জন করেছেন তিনি।
এর আগে এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগেও চমক দেখিয়েছিল ফাহাদ। সেসময় সাইফ স্পোর্টিংয়ের হয়ে খেলতে নেমে শিরোপা জয় করে ১৬ বছর বয়সী এই দাবাড়ু বিশ্বকাপের টিকিট পায়। আগামী নভেম্বর থেকে রাশিয়ায় শুরু হতে যাওয়া দাবা বিশ্বকাপের সর্বকনিষ্ঠ প্রতিদ্বিন্দ্বী সে।