দেশজুড়েপ্রধান শিরোনাম
রিমালের তান্ডবে সারা দেশে স্থবিরতা
ঢাকা অর্থনীতি ডেস্ক: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বেশির ভাগ এলাকায় বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ বিভাগের তথ্যমতে, প্রায় পৌনে (প্রায় অর্ধেক) তিন কোটি গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন। কিছু কিছু এলাকায় গাছ পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আবার ক্ষয়ক্ষতি এড়াতে অনেক এলাকার বিদ্যুৎ-সংযোগ বন্ধ রাখা হয়। একই সঙ্গে প্রায় ৭৫ হাজার ট্রান্সফরমার, ৪০ হাজার বৈদ্যুতিক খুঁটিসহ বিদ্যুতের অন্যান্য যন্ত্রাংশও ক্ষতিগ্রস্ত হয়।
তবে ক্ষতির পরিমাণ আরও বাড়তেও পারে। অন্যদিকে পরিস্থিতির উন্নতি হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এই তথ্য জানা যায়।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী ও বরিশালের অধিকাংশ গ্রাহক এবং ফেনী, কক্সবাজারসহ কয়েকটি জেলায় আংশিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এলাকাভেদে ১০ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ পাচ্ছেন না এসব এলাকার গ্রাহকরা।
রিমাল’ এর প্রভাবে দীর্ঘসময় ধরে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় ২ কোটি ৭১ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে । এছাড়া প্রবল ঝড়-বৃষ্টির কারণে রাষ্ট্রায়ত্ব দুই বিদ্যুৎ বিতরন কোম্পানির বৈদ্যুতিক তার ও বিভিন্ন যন্ত্রপাতি নষ্টের ফলে অন্তত ১০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
এদিকে বিদ্যুৎ না থাকা এবং ঝড়ের প্রভাবে দেশের মোট মোবাইল টাওয়ারের প্রায় ৪৯ শতাংশ অচল হয়ে পড়ায় ওইসব এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে। এর ফলে দূর্যোগপূর্ন এলাকার মানুষেরা চরম বিপাকে পড়েছেন।
খুলনায় ১২ গ্রাম প্লাবিত, ৭৬ হাজার ঘর ক্ষতিগ্রস্তখুলনায় ১২ গ্রাম প্লাবিত, ৭৬ হাজার ঘর ক্ষতিগ্রস্ত পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। মোবাইল কোম্পানিগুলো বিকল্প উপায়ে নেটওয়ার্ক চালু রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।