দেশজুড়েপ্রধান শিরোনাম

রিমান্ড শেষে জি কে শামীম কারাগারে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ অর্থপাচার আইনের মামলায় জি কে শামীমকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৩ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী কারাগারে পাঠানোর আদেশ দেন।

পাঁচদিনের রিমান্ড শেষে জি কে শামীমকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ।

শামীমের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে নিজ কার্যালয় থেকে জি কে শামীমকে সাত দেহরক্ষীসহ আটক করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থপাচার আইনে তিনটি মামলা হয়। ২১ সেপ্টেম্বর জি কে শামীমের অস্ত্র ও মাদকের দুটি মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২ অক্টোবর মানিলন্ডারিং আইনের মামলায় ৫ দিন এবং অস্ত্র আইনের মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Related Articles

Leave a Reply

Jak připravit dokonalé pečené kuře: neexistuje lepší recept než od Jaký obrázek jste
Close
Close