দেশজুড়েপ্রধান শিরোনাম

রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীতে সড়ক অবরোধ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর মূল সড়কে রিকশা চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন রিকশাচালক ও রিকশা মালিকপক্ষ। মুগদা, মানিকনগর, মান্ডাসহ বেশ কয়েকটি এলাকার সড়কে অবস্থান নিয়েছেন তারা।

সোমবার (৮ জুলাই) সকাল ৭টা থেকে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

রিকশার চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন রিকশা মালিকরাও।

বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সংবাদমাধ্যমে জানান, মুগদা বিশ্বরোড থেকে মানিকনগর বিশ্বরোড পর্যন্ত রাস্তা জুড়ে অবস্থান নিয়েছেন রিকশাচালক ও মালিকরা। তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বললেও তারা সরে যায়নি। তবে তাদেরকে সরাতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Close
Close