দেশজুড়েপ্রধান শিরোনাম

রিকশায় যাত্রী উঠিয়ে ছিনতাই; ২ ভাই গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দুই ভাইসহ তারা তিনজন। একজন চালাতেন রিকশা। যেসব যাত্রীর ব্যাগ ও লাগেজ আছে ওইরকম যাত্রীদের রিকশায় তুলতেন। পরে যাত্রীদের সুবিধাজনক জায়গায় নামিয়ে দিয়ে বলতেন রিকশা নষ্ট, যাবেন না। এ নিয়ে যখন রিকশাচালক (ছিনতাইকারী) ও যাত্রীর মধ্যে তর্ক হতো, অন্য দুজন এসে রিকশায় থাকা লাগেজ ও ব্যাগগুলো নিয়ে দৌড় দিতেন।

এ রকম অভিনব কায়দায় ছিনতাইয়ে জড়িত দুই ভাইকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। সোমবার (২১ অক্টোবর)  রাতে চট্টগ্রাম নগরীর বিআরটিসি মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বাগেরহাটের মোড়লগঞ্জ এলাকার সৈয়দ আলী শেখের ছেলে মো. শাহ আলম শেখ (৪০) ও মো. হাসান শেখ (২৮)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বাংলানিউজকে বলেন, থানায় অভিযোগের ভিত্তিতে তাদের ধরতে বিআরটিসি মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই ভাইকে গ্রেফতার করা গেলেও অন্যজন পালিয়ে যায়। তাকেও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, তারা স্বীকার করেছেন রিকশায় যাত্রী উঠিয়ে সুবিধাজনক জায়গায় নামিয়ে দিয়ে যাত্রীদের বিভিন্ন মালামাল ছিনতাই করতেন। অনেক সময় যাত্রীদের বন্দুকের ভয় দেখিয়েও ছিনতাই করতেন। গ্রেফতার দুইজনের কাছ থেকে একটি দেশি এলজি ও কার্তুজ উদ্ধার করা হয়।

Related Articles

Leave a Reply

Close
Close