দেশজুড়েপ্রধান শিরোনাম

রায় দ্রুত বাস্তবায়ন, জঙ্গীদের সমূলে উৎপাটন করতে হবেঃ এসি রবিউলের স্ত্রী (ভিডিও সহ)

নিজস্ব প্রতিবেদক: হলি আর্টিজান হামলায় নিহত এসি রবিউল করিম কামরুলের স্ত্রী উম্মে সালমা রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। একই সাথে দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকরেরও দাবি জানান তিনি।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে রায় ঘোষণার পর সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিজ কর্মস্থলে উম্মে সালমা তাৎক্ষনিকভাবে সাংবাদিকদের এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এসময় তিনি বলেন, এসি রবিউল জঙ্গিবাদ দমন করতে গিয়ে দেশের জন্য প্রাণ দিয়েছেন। তার মৃত্যুতে পুরো পরিবারের শোকের ছায়া নেমে আসলেও দেশের মানুষ যে শ্রদ্ধায় এখনও তাকে স্বরণ করছে তাতে তাদের পুরো পরিবার গর্বিত। এসি রবিউলের রুহের আত্মহার মাগফিরাত কামনা করে এসময় দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

তিনি আরও বলেন, এই রায় বাস্তবায়ন হলে দেশের মানুষের আইনের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে। এছাড়া এই ধরনের অপরাধ করার কেউ সাহস পাবে না। আগামীর বাংলাদেশ নিরাপদ রাখতে সুপ্ত জঙ্গীদের উৎপাটন করতে হবে। এমন পরিস্থিতি মোকাবেলায় সরকার ও পুলিশের পাশাপাশি সাধারণ জনগনকেও এগিয়ে আসতে হবে।

এসি রবিউলের স্ত্রী উম্মে সালমা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখায় প্রশাসনিক অফিসার হিসেবে কর্মরত আছেন।

অন্যদিকে, এই রায়ে এসি রবিউলের মা’ও সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানা গেছে।

ভিডিও দেখুন:

Related Articles

Leave a Reply

Close
Close