বিনোদন

রাস্তায় বাণী কাপুরের গাড়ি আটকালেন বাইক চালক!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মুম্বইয়ের রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাণী কাপুর আচমকাই তাঁকে দেখে ছুটে আসতে শুরু করেন কয়েকজন ভক্ত।

বাণী বাণী বলে চিতকারও শুরু করে দেন তাঁরা। গাড়ির পাশে পাশে ভক্তদের বাইক ছুটতে দেখে প্রথমে অবাক হয়ে যান অভিনেত্রী। পরে চালককে ইশারায় কিছু বলে, গাড়ি থামিয়ে দেন বাণী কাপুর।

গাড়ি থামানোর পরই ভক্তদের সঙ্গে ছবি তুলতে দেখা যায় বাণী কাপুরকে। গাড়ির মধ্যে বসেই ভক্তদের সঙ্গে ছবি তুলতে শুরু করেন বলিউড অভিনেত্রী। শুধু তাই নয়, ভক্তদের দাবি মিটিয়ে, তবেই সেখান থেকে যান বাণী কাপুর।

সম্প্রতি হৃত্বিক রোশন এবং টাইগার শ্রফের সঙ্গে ওয়ার-এ অভিনয় করেন বাণী কাপুর। ওয়ার-পর পর শামশেরাতেও দেখা যাবে বাণী কাপুরকে। শামশেরায় রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বাণী কাপুরকে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close